kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

স্কুলের বেতনও দিতে পারতেন না আমির

রংবেরং ডেস্ক   

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্কুলের বেতনও দিতে পারতেন না আমির

আমির খান

নাম আমির খান, নামের মতোই তিনি আমির। মুক্তির আগে তাঁর মুক্তিপ্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’র টিকিট বিক্রি হয়ে গেছে আট কোটির রুপির। অথচ শৈশবে এখনকার মতো আমির ছিলেন না তাঁর মা-বাবা। ঋণে জর্জরিত বাবা চার ভাই-বোনের স্কুলের বেতনও দিতে পারেননি।

বিজ্ঞাপন

প্রায় আট বছর অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিল আমিরের পরিবার। ভাই-বোনদের মধ্যে সবার বড় আমির খান। ছোটবেলার অভাব-অনটনের কথা এখনো ভোলেননি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘স্কুলে যেতেই ভয় লাগত। অধ্যক্ষ সবার মাঝখানে নাম ধরে ডেকে মনে করিয়ে দিতেন কত মাসের স্কুল ফি বাকি!’

যখন ক্লাস সিক্সে পড়ছিলেন আমির, বেতন ছিল ছয় রুপি, সপ্তম শ্রেণিতে সাত রুপি। এ সময়ে এসে সেই অর্থটা সামান্য মনে হতে পারে, কিন্তু তখন সেটুকু জোগাড় করতেই ঘাম ছুটেছিল আমিরের বাবা চলচ্চিত্র প্রযোজক তাহির হুসেনের। আমির বলেন, ‘আমরা সব সময় দেরিতে স্কুলের ফি দিতাম। সবার সামনে নাম ধরে ধরে ডাকা হতো আমাদের’। এ কথা বলতে বলতে চোখ ভিজে যায় আমিরের।সাতদিনের সেরা