kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

দুই সিনেমায় ফজলুর রহমান বাবু

রংবেরং প্রতিবেদক   

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই সিনেমায় ফজলুর রহমান বাবু

নাটকেই বেশি অভিনয় করেন ফজলুর রহমান বাবু। পাশাপাশি কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা হিসেবেও পাওয়া যায় তাঁকে। এবার একসঙ্গে দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাবু। সরকারি অনুদানের ‘জামদানি’ ও ‘দুই দিনের দুনিয়া’ নামের ছবি দুটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রাসেল ও অনম বিশ্বাস।

বিজ্ঞাপন

বাবু বলেন, ‘অনেক পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছি। অভিনয়টা আমার কাছে সাধনার। আমার কাজের প্রতি দর্শকদের আস্থা আছে। তাই এখন নাটক কিংবা সিনেমাতে অভিনয় করার আগে গল্পটা ভালো করে পড়ি। সেই সঙ্গে পরিচালকের কথাটাও মাথায় রাখতে হয়। এই ছবি দুটির গল্প ও বিষয় আমার ভালো লেগেছে। তাই সিনেমা দুটিতে অভিনয় করছি। আমার মনে হয় দুটি সিনেমাই দর্শকদের ভালো লাগবে। ’সাতদিনের সেরা