শায়ান চৌধুরী অর্ণব
► বৃহস্পতিবার রাতে কোক স্টুডিও থেকে বাংলায় প্রকাশ পেয়েছে ‘দখিন হাওয়া’। মীরা দেব বর্মণের কথায় শচীন দেব বর্মনের জনপ্রিয় গানটি গেয়েছেন ভারতের মধুবন্তী বাগচী। এই গানের একটি অংশ ফিউশন করা হয়েছে ‘উত্তরের হাওয়া’ শিরোনামে, গেয়েছেন তাহসান রহমান। গানটি প্রকাশের পরই এই অংশের বিরুদ্ধে ওঠে সুর নকলের অভিযোগ।
বিজ্ঞাপন
► মিশা সওদাগরকে ‘সুবিধাবাদী’ বলায় বাপ্পী চৌধুরীকে উদ্দেশ করে মিশা বলেছেন, ‘ক্যারিয়ারে বলার মতো কোনো কাজ নেই তোমার। বলার মতো কিছু কাজ করো, পাশাপাশি আচার-আচরণও শেখো। ’
► আমির খানের ‘লাল সিং চাড্ডা’র পর এবার আলিয়া ভাটের ‘ডার্লিং’ বয়কটের আওয়াজ উঠেছে। ছবিতে নাকি পুরুষদের দুর্বল, ছোট মনের বলা হয়েছে, এমনকি পুরুষ নির্যাতনকে প্রমোট করা হয়েছে।
► ‘জোকার’-এর সিক্যুয়াল ‘জোকার ২’ মুক্তির তারিখ ঘোষণা করেছেন গায়িকা লেডি গাগা—২০২৪ সালের ৪ অক্টোবর। এই কিস্তিতে হোয়াকিন ফিনিক্সের সঙ্গে আছেন লেডি গাগাও।