২৮ আগস্ট পৃথিবীর আলো দেখতে পারে পরীমনি ও শরিফুল রাজ দম্পতির সন্তান। মঙ্গলবার পরীকে চিকিৎসকের কাছে নিয়ে যান রাজ, তখনই চিকিৎসক তাঁদের অনাগত সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখটি জানান। সম্ভাব্য এই তারিখের আগে বা পরেও ভূমিষ্ঠ হতে পারে সন্তান। তবে সন্তান ছেলে না মেয়ে, তা এখনো জানেন না হবু মা-বাবা।
বিজ্ঞাপন
মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে এখন সহজেই জানা যায় গর্ভের সন্তানের লৈঙ্গিক পরিচয়। তবু সেটা জানার আগ্রহ দেখাননি ‘গুণিন’ জুটি। পরীমনি বলেন, ‘সবাই আমাদের কাছে জানতে চাইছে, সন্তান ছেলে না মেয়ে। উত্তরে বলি, ও যখন পৃথিবীতে আসবে তখন জানলেই বিষয়টা আনন্দের হবে। আমরাও চিকিৎসকের কাছে এ বিষয়ে জানতে চাইনি। ছেলে হোক মেয়ে হোক, ও সুস্থভাবে পৃথিবীতে এলেই আমরা খুশি হব। ’