টুটুল-সোনিয়ার বিয়ের খবর প্রকাশ পেল...
প্রত্যেকের নিজের একটা জীবন আছে। সে তার মতো করে জীবনটা উপভোগ করবে এটাই স্বাভাবিক। অন্য কেউ বাধা দেওয়ার কোনো কারণ নেই। টুটুল নতুন জীবন শুরু করেছে, তার বর্তমান স্ত্রী শারমিন সিরাজ সোনিয়াকে আমি আগে থেকেই চিনতাম।
টুটুল-সোনিয়ার বিয়ের খবর প্রকাশ পেল...
প্রত্যেকের নিজের একটা জীবন আছে। সে তার মতো করে জীবনটা উপভোগ করবে এটাই স্বাভাবিক। অন্য কেউ বাধা দেওয়ার কোনো কারণ নেই। টুটুল নতুন জীবন শুরু করেছে, তার বর্তমান স্ত্রী শারমিন সিরাজ সোনিয়াকে আমি আগে থেকেই চিনতাম।
আপনি কি তাঁদের সম্পর্কের কথা জানতেন?
টুটুল যুক্তরাষ্ট্রে যেখানে থাকে সেখানকার সবাই আমার পূর্বপরিচিত। বিশেষ করে টুটুল সেখানে দুলাভাই হিসেবে পরিচিত আমার কারণেই।
বাবার বিয়ে নিয়ে সন্তানদের অভিমত কী?
বরাবরই আমি বাচ্চাদের আলাদাভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। ওদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন, ওরা আর দশটা ছেলেমেয়ের মতো নয়।
আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক কী নিয়ে?
এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কখনোই সেটা প্রকাশ্যে আনতে চাই না। আমার বিশ্বাস টুটুলও কোনোদিন কাউকে কিছু জানতে দেবে না। এমনিতেই বিচ্ছেদ মানে এখন কাদা ছোড়াছুড়ির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে নিউজগুলো হচ্ছে সেখানে টুটুলের বিয়ে করা নিয়ে অনেকে বাজে মন্তব্য করছে। তার জায়গায় আমি বিয়ে করলেও হয়তো একই মন্তব্যগুলো দেখতে হতো। এটা না হোক, সেটাই চাই।
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে কি টুটুল আপনার সঙ্গে কোনো পরামর্শ করেছেন?
আমাদের লিখিত বিচ্ছেদ হয়েছে গত বছর। তখন থেকেই তো দুজনের পথ দুই দিকে বেঁকে গেছে। আমার কাছ থেকে অনুমতি নেওয়ারও কোনো ব্যাপার নেই। মতের মিল না হলে বিচ্ছেদ হতে পারে। আর সেই বিচ্ছেদে দুই পক্ষের মত থাকলে পাশের লোকে কী বলল, তাতে যায় আসে না। আমাদেরও তাই হয়েছে। সমঝোতার মাধ্যমেই বিচ্ছেদ হয়েছে।
দেনাপাওনা বা সন্তানদের নিয়ে কোনো সমঝোতা হয়নি?
আমি টুটুলের কাছ থেকে কাবিনের একটা টাকাও নিইনি। শুধু বলেছি, সন্তানদের প্রপার রাইটসটা যেন দেয়। সেটা দিলে অবশ্যই আমি খুশি। আর যদি ভবিষ্যতে সেটা না দিতে চায়, তাহলে হয়তো আমাকে আইনের দরজায় কড়া নাড়তে হবে। কারণ নিজের সব বিসর্জন দিতে পারি, সন্তানদের ক্ষেত্রে নয়। আমি খুব সাধারণ নারী, কিন্তু মা হিসেবে কঠোর।
টুটুল-সোনিয়া দম্পতি কবে দেশে ফিরবেন এ বিষয়ে কিছু জানেন?
টুটুলকে আমি সম্মান করি এই একটি জায়গায়, সে দারুণ স্মার্ট। আর দশটা মানুষ যেভাবে পথ চলে সে কখনোই সেভাবে চলে না। গতকাল স্বামী-স্ত্রীর ছবি প্রকাশ করার পেছনেও কারণ আছে। এই আলোচনা-সমালোচনা বড়জোর মিডিয়াতে আর দুই-তিন দিন চলবে। তারপর সবাই ভুলে যাবে। যেই সবাই ভুলে যাবে টুটুলও দেশে ফিরবে। তখন তাকে আর কোনো বক্তব্য দেওয়া লাগবে না, কোনো রকম বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না।
যতদূর জানি, এ মাসের শেষের দিকেই ওরা দেশে ফিরবে।
সম্পর্কিত খবর
■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।
অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।
মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।
।