কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এক সংগীত সফরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে গাইবেন তিনি। ২৭ জুন লন্ডনে ছিল তাঁর প্রথম শো। গতকাল গেয়েছেন লেস্টার ক্যারিবিয়ান ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।
বিজ্ঞাপন
এরপর ১৫ ও ১৭ জুলাই রয়েছে আরো দুটি শো। আরো কয়েকটি শো শেষে এ মাসের শেষের দিকে তাঁর দেশে ফেরার কথা। যুক্তরাজ্য থেকে মুঠোফোনে আঁখি আলমগীর বলেন, ‘প্রতিবছরই আমি কোনো না কোনো দেশে সংগীত সফর করি। এবার যুক্তরাজ্যে এলাম। এখানে আমার একজন শো অ্যারেঞ্জার আছেন। তাঁর ওপরই সব দায়িত্ব থাকে। শো হওয়ার দুই-তিন দিন আগে আমাকে ভেন্যুর নাম জানিয়ে দেন। গাড়িও পাঠিয়ে দেন। আমি সময়মতো সেখানে উপস্থিত হই। তাঁর কাছে বেশি কিছু জানার প্রয়োজনও পড়ে না। ’ এবার আঁখির সঙ্গে সংগীত সফরে আছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সাব্বির জামান ও রাশেদ।