অ্যাডেল
গত শুক্রবার পাঁচ বছর পর কোনো পাবলিক কনসার্টে গাইলেন ‘পপ সুপারস্টার’ অ্যাডেল। লন্ডনের হাইড পার্কে সেদিন দুই ঘণ্টা দাপিয়ে পারফরম করেছেন। বিখ্যাত গান ‘হ্যালো’ দিয়েই শুরুটা করলেন। প্রথম লাইন গাওয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত ৬৫ হাজার ভক্ত-শ্রোতা রীতিমতো হইহই করে উঠলেন।
বিজ্ঞাপন
শুক্র ও শনিবার পর পর দুদিন হাইড পার্কে গেয়েছেন অ্যাডেল। শুক্রবার দুই ঘণ্টায় মোট ১৮টি গান করেছেন। ‘হ্যালো’ দিয়ে শুরু, শেষ করেছেন ‘লাভ ইজ আ গেম’ দিয়ে।
এ বছরের ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে পারফরম করার কথা ছিল তাঁর। গত বছর নভেম্বরে চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘৩০’ মুক্তির পরেই এই কনসার্টের সূচি ঘোষণা করেছিলেন ব্রিটিশ গায়িকা। কিন্তু বিধিবাম! শুরুর মাত্র তিন দিন আগে জানা গেল, অ্যাডেলের টিমের অর্ধেক সদস্যই কভিড পজিটিভ। অগত্যা স্থগিত করতে হলো সেই কনসার্ট। শুক্রবার স্টেজে অ্যাডেল জানালেন, শিগগিরই যুক্তরাষ্ট্র সফরের নতুন শিডিউল ঘোষণা করবেন।
২০১৫ সালে প্রকাশ পায় অ্যাডেলের অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’। অনেক রেকর্ড ভেঙে পুরস্কার জিতেও গায়িকাকে খুব একটা পাওয়া যাচ্ছিল না। কারণ ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছিলেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলো। তবে আড়ালে থাকার কারণ স্পষ্ট হলো ২০২১ সালে। ১০০ পাউন্ড ওজন ঝরিয়ে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। প্রকাশ করলেন অ্যালবাম ‘৩০’। বিশ্বজুড়ে গত বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম ছিল এটি। তবু লাইভ কনসার্টে অংশ নিতে পারছিলেন না। অবশেষে গ্র্যামিজয়ী গায়িকা ফিরলেন বহুপ্রতীক্ষিত হাইড পার্ক কনসার্টের মাধ্যমে।