- হইচইয়ের সিরিজ ‘কাইজার’-এর প্রেস মিটে অভিনেতা আফরান নিশো জানালেন, শিগগিরই বড় পর্দায় অভিনয় করবেন তিনি। পাণ্ডুলিপি চূড়ান্ত, চরিত্রানুযায়ী শরীর গঠনে মনোযোগী হয়েছেন এখন।
- ‘মীরাক্কেল’খ্যাত মীর আফসার আলী পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে ‘সকালম্যান’ হিসেবে পরিচিত। ২৭ বছর ধরে রেডিও মিরচিতে তাঁর কণ্ঠ শুনেই ঘুম ভাঙত অনেকের।
বিজ্ঞাপন
- যৌন নিপীড়নের অভিযোগে আমেরিকার জনপ্রিয় গায়ক রবার্ট সিলভেস্টার কেলিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রুকলিনের আদালত। শুধু কারাভোগই নয়, এক লাখ ডলার জরিমানাও করা হয়েছে। কেলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অনেক। প্রথম অভিযোগ উঠেছিল নব্বইয়ের দশকে। ‘মি টু’ আন্দোলনের সময় অনেক নারীই তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। গত বছর তাঁর বিরুদ্ধে আনা ৯টি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছিল। বুধবার রায় প্রকাশের সময় কেলির নিপীড়নের শিকার অনেকেই উপস্থিত ছিলেন, ছিলেন কেলিও। তবে রায়ের পর কোনো মন্তব্য করেননি।