সম্প্রতি নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত (গলায় জুতার মালা দেওয়া) করার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সোচ্চার। প্রতিবাদে শামিল হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।
বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুকে ফারুকী লেখেন, ‘শিক্ষককে বের করে নিয়ে আসা হচ্ছে।
বিজ্ঞাপন
অপরাধীদের শাস্তি দাবি করে নির্মাতা লিখেছেন, ‘যে বা যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যাগরিষ্ঠের ঔদ্ধত্যের চেয়ে অশ্লীল কিছু দেখেনি এই পৃথিবী, কোনোকালে। ’