তৃতীয়বারের মতো মা হয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানিস। গতকাল বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গায়িকা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও মেয়ে দুজনই সুস্থ রয়েছেন। এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে এসে গায়িকা জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি।
বিজ্ঞাপন
গেল বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসীন মেহেদীকে সঙ্গে বিয়ে করেন নাজমুন মুনিরা ন্যানিস। একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি মহসীন। এটি এই দম্পতির প্রথম সন্তান। তবে রোদেলা ও নায়লা নামে ন্যানিসর আরো দুই মেয়ে আছে।