kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

ঈদে বাড়ি ফেরা মানুষকে সচেতন করবেন রিয়াজ

রংবেরং প্রতিবেদক   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদে বাড়ি ফেরা মানুষকে সচেতন করবেন রিয়াজ

‘বাড়ি ফেরা’ তথ্যচিত্রের শুটিংয়ে রিয়াজের সঙ্গে সহশিল্পীরা

বরাবরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিনেতা রিয়াজ আহমেদ। এবার ঈদে বাড়ি ফেরা মানুষকে সচেতন করবেন তিনি। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ‘বাড়ি ফেরা’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন খান মোহাম্মদ বদরুদ্দীন। এতে অভিনয় করেছেন রিয়াজ।

বিজ্ঞাপন

ঈদের আগে ও পরে বিভিন্ন নৌযান, বাস টার্মিনাল ও টেলিভিশনে তথ্যচিত্রটি প্রচারিত হবে।

রিয়াজ বলেন, ‘জনসচেতনতামূলক কাজ করতে বরাবরই ভালো লাগে। আশা করছি ঈদ আনন্দে বাড়ি ফেরা মানুষকে নিরাপদে চলাচল করায় সচেতন হতে তথ্যচিত্রটি সহায়ক হবে। আমাদের উৎসব হবে প্রাণবন্ত ও নিরাপদ। প্রতি ঈদেই দেখি ভয়ংকর সব দুর্ঘটনা ঘটে। নৌ ও সড়কপথে অনেকেই শৃঙ্খলা মানে না। যার রূপ নেয় বিষাদে। আশা করছি এবার সেই দৃশ্য দেখতে হবে না আমাদের। ’

বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তথ্যচিত্রটির আইডিয়া ও চিত্রনাট্য করেছেন আহসান কবির। রিয়াজের সঙ্গে তথ্যচিত্রটিতে আরো আছেন পাভেল ও লামিয়া।সাতদিনের সেরা