সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯৮০ সালে নির্মাণ করেছিলেন ‘ঘুড্ডি’। ছবিটি এখনো দর্শকদের মুগ্ধ করে চলেছে। দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন জাকী। ‘ঘুড্ডি’র গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই এবার জাকী নির্মাণ করছেন ‘ক্রান্তিকাল’।
বিজ্ঞাপন
এই ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিষেক হবে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির। গতকাল থেকে কেরানীগঞ্জে চলছে ছবিটির শুটিং। শুটিংয়ের এক ফাঁকে মুঠোফোনে মাহি বলেন, “আমি জাকী স্যারের ‘ঘুড্ডি’ ছবিটি দেখেছি। আমার অন্যতম প্রিয় ছবি এটি। এই ছবির ব্যাপারে স্যার আমার সঙ্গে যোগাযোগ করেন কিছুদিন আগে। গল্পটি পড়ে ভালো লেগেছে। তা ছাড়া তাঁর মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করার লোভ সামলাতে পারিনি। ’ গল্পে বড় লোকের বখাটে মেয়ের চরিত্রে দেখা যাবে মাহিকে। কথা ছিল ঈদের আগেই ছবিটির শুটিং শেষ করবেন। কিন্তু আফজাল হোসেন করোনায় আক্রান্ত হওয়ায় শুটিং পেছাতে হয়েছে। এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে আফজাল হোসেনকে। মাহি বলেন, ‘আফজাল স্যার করোনাক্রান্ত হওয়ায় তাঁর অংশ বাদ রেখেই আমরা শুটিং করছি। হয়তো এই লটে তিন দিন শুটিং হবে। পরে ১৮ জুলাই থেকে বাকি শুটিং হবে। ’