kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

মিউজিক্যাল ফিল্মে কেয়া

রংবেরং প্রতিবেদক   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমিউজিক্যাল ফিল্মে কেয়া

সুযোগ পেলে মাঝেমধ্যে নাটকেও দেখা যায় চলচ্চিত্র অভিনেত্রী সাবরিনা সুলতানা কেয়াকে। আসছে কোরবানির ঈদেও তাঁকে একটি সাত পর্বের ধারাবাহিকে দেখা যাবে। এর মধ্যে নতুন খবর জানালেন ‘কঠিন শাস্তি’র নায়িকা। প্রথমবার মিউজিক্যাল ফিল্মে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যায় মগবাজারের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই খবর দেন পরিচালক রাশিদ পলাশ।

কেয়া বলেন, ‘অনেক মিউজিক ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব পাই। কিন্তু শুধু শুধু গানে মডেল হতে ইচ্ছে করে না। রাশিদ ভাইয়ের কাছে শুনলাম, গানের সঙ্গে ১০ মিনিটের একটি গল্প থাকবে। বলতে পারেন গল্পের প্রয়োজনেই গানটি ব্যবহার করা হবে। এটাকে সরাসরি মিউজিক ভিডিও বলা চলে না। আমার কাছে মিউজিক্যাল ফিল্ম বলতেই স্বচ্ছন্দ লাগছে। ’

গানের শিরোনাম ‘নজর’। গানটি গেয়েছেন তমাল। তিনিও থাকবেন ভিডিওতে। গত সপ্তাহে সোহাগ কাজীর রচনা ও পরিচালনায় ‘লাইকার মা’ নামে সাত পর্বের ধারাবাহিকের শুটিং শেষ করেছেন কেয়া। সম্প্রতি মেহেদী হাসানের ‘জলজোছনায়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এ মাসের শুরুতে কেয়া অভিনীত তিনটি ছবি সেন্সর ছাড়পত্র পেয়েছে—‘ইয়েস ম্যাডাম’, ‘বনলতা’ ও ‘সীমাহীন’। ছবিগুলো এ বছরই মুক্তি পাওয়ার কথা।সাতদিনের সেরা