kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

আরো খবর

২৮ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে* গতকাল ছিল অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তাঁর ছেলে আয়াশের জন্মদিন। ছেলে আয়াশকে সঙ্গে নিয়ে গতকাল এক ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অপূর্ব।

* নাটকের দল থিয়েটারের নতুন নাটক ‘পোহালে শর্বরী’। ১ জুলাই জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।

বিজ্ঞাপন

সুরেন্দ্র বর্মা রচিত হিন্দি নাটকটি বাংলায় রূপান্তর করেন অংশুমান ভৌমিক। নির্দেশনায় রামেন্দু মজুমদার। অভিনয়ে তানভীন সুইটি, আপন আহসান, পল্লী প্রমুখ।

* ২৫ জুন ‘আইপিডিসি আমাদের গান’ প্রকাশ করেছে নতুন ‘পদ্মার ঢেউ রে’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা ও সুরে পার্থ বড়ুয়ার নতুন সংগীতায়োজনে গানটি গেয়েছেন জাকির হোসেন লিমন।

* বলিউডের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুর প্রায় এক মাস পর নজরুল মঞ্চে রবিবার গাইলেন সনু নিগম।

* বাবা বনি কাপুরের ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। ছবির নাম ‘মিলি’।

* ২৪ জুন আমেরিকার সুপ্রিম কোর্ট এক রায়ে সে দেশে গর্ভপাত নিষিদ্ধ করেছেন। এই রায়ে শোবিজের অনেকেই  হতাশা ব্যক্ত করেছেন।   গায়িকা বিলি আইলিশের পর এবার গ্লাস্টোনবারি উৎসবে হতাশা ব্যক্ত করেছেন গায়িকা অলিভিয়া রদ্রিগো।

* ১ জুলাই নতুন সিঙ্গেল ‘হাট শিট’ প্রকাশ করতে যাচ্ছেন মার্কিন র‌্যাপার কার্ডি বি। রবিবার বেট অ্যাওয়ার্ডসের বিরতিতে গানচিত্রটির টিজার প্রকাশ করেছেন কার্ডি বি।সাতদিনের সেরা