kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

ছবিতে সংবাদ

২৮ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবিতে সংবাদ

রোলিং স্টোনসের কনসার্টে

রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’-এর পাঁড় ভক্ত সাইফ আলী খান। সাইফের কারণে ব্রিটিশ ব্যান্ড দলটির ভক্ত বনে গেছেন কারিনা কাপুরও। গতকাল লন্ডনে দলটির কনসার্টে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় এই দম্পতি, সঙ্গে নিয়ে গেছেন পুত্র তৈমুর খানকেও। তিনজনই পরেছেন রোলিং স্টোনসের লোগো সংবলিত কালো টি-শার্ট।

বিজ্ঞাপন

কনসার্টের উদ্দেশে রওনা দেওয়ার আগে হোটেলে তিনজনই ছবি তুলেছেন, সেটি কারিনা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তবে কনসার্টের ভিডিও তুলেছেন ভক্তরা।সাতদিনের সেরা