kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

আরো খবর

২৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে* ঈদের ছবি ‘দিন—দ্য ডে’র প্রচারণা শুরু করেছেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। ঈদের আগের দিন পর্যন্ত তাঁরা প্রচারণায় অংশ নেবেন। যাবেন ঢাকা শহরের বিভিন্ন এলাকাসহ ঢাকার বাইরের আরো কয়েকটি জেলায়।

* ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মাণ করেছেন  স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বঙ্গবন্ধু অ্যান্ড রিভার’।

বিজ্ঞাপন

বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রযোজনায় নির্মিত ছবিটির শুটিং হয়েছে বরিশালে। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন।

* অভিনয়ের তিন দশক পূর্তি উপলক্ষে ২৫ জুন ‘পাঠান’ ছবির পোস্টার প্রকাশ করেন শাহরুখ খান। সেদিন লাইভে এসে ভক্তদের সামনে হাজির হন ‘কিং খান’। কথা প্রসঙ্গে মুখ ফসকে শাহরুখ বলে দেন, সালমান খানের ‘টাইগার ৩’-এ অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি।

* এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’ কান উৎসবে প্রদর্শনীর পর ১২ মিনিট ধরে হাততালি পেয়েছিল দর্শকের। এ সপ্তাহে ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়াই বেশি পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র সমালোচক আরমন্ড হোয়াইট ছবিটি দেখে বলেছেন, ‘নির্লজ্জ কমিক-বুক বায়োপিক’। সমালোচক ওলি রিচার্ডস লিখেছেন, ‘এলভিসের জীবন ছাড়িয়েও বহু দূর গেছে এই ছবি। ’সাতদিনের সেরা