শুটিংয়ে তিন দেশের তিন মডেলের সঙ্গে ইফতেখার চৌধুরী
আমেরিকান একটি রং ফর্সাকারী প্রসাধনীর বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন বাংলাদেশের ‘অগ্নি’খ্যাত নির্মাতা ইফতেখার চৌধুরী। বিজ্ঞাপনচিত্রটিতে মডেল হয়েছেন আমেরিকা, স্পেন ও জার্মানির তিন নারী—সোফিয়া, জেসি ও বিনেট। ২৩ জুন ব্যাংককে হয়েছে শুটিং। ইফতেখার বলেন, ‘আমি এক সময় আমেরিকায় থাকতাম।
বিজ্ঞাপন
শুটিং শেষে এখন বিজ্ঞাপনচিত্রটির সম্পাদনা করছেন ইফতেখার। এরপরই করবেন কালার গ্রেডিং। তিনি বলেন, ‘সব সময় আমার কাজগুলোর সম্পাদনা ও কালার গ্রেডিং নিজেই করি। এতে আমি যা চাই সেটাই ফুটিয়ে তুলতে পারি। আশা করছি বিজ্ঞাপনটি সাড়া ফেলবে। ’