‘জ্যাক স্প্যারো’ রূপে জনি ডেপ
সাবেক স্ত্রী আম্বার হার্ডের পক্ষ থেকে গৃহনির্যাতনের অভিযোগ ওঠার পর দারুণ সমালোচিত হয়েছিলেন জনি ডেপ। রীতিমতো একঘরে হয়ে পড়েছিলেন ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ তারকা। বেশ কয়েকটি নির্মাণাধীন ছবি থেকে বাদ পড়েছিলেন। সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি হারানোর পর।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার জনপ্রিয় পপ কালচার গসিপ সাইট ‘পপটপিক’ দাবি করেছে, জনি ডেপের কাছে ক্ষমা চেয়েছে ডিজনি। শুধু তাই নয়, তারা ৩০১ মিলিয়ন ডলারের বিনিময়ে অভিনেতাকে জ্যাক স্প্যারো চরিত্রে ফেরাতে চায়। জনির ঘনিষ্ঠ একজন গণমাধ্যমে বলেছেন, ‘আমি জানি যে ডিজনির করপোরেট বিভাগ থেকে তাঁকে একটি উপহারের ঝুড়ি ও চিঠি পাঠানো হয়েছে। তবে সেটা কিভাবে গ্রহণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানি না। তবে এটা বলতে পারি, ডিজনি স্টুডিওর তরফ থেকে জ্যাক স্প্যারোকে নিয়ে সিনেমার ড্রাফট তৈরি করে রাখা হয়েছে। তারা আশা করছে, জনি তাদের ক্ষমা করে দেবেন এবং জনপ্রিয় চরিত্রটিতে আবার ফিরবেন। ’
তবে এ বিষয়ে জনি ডেপ বা ডিজনির তরফ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।