kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

বাবা-মা হবেন হিল্লোল-নওশীন

রংবেরং প্রতিবেদক   

২৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাবা-মা হবেন হিল্লোল-নওশীন

অভিনেতা ও ফুড ভ্লগার আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী-উপস্থাপিকা নওশীন নাহরিন মৌ ভালোবেসে বিয়ে করেন ২০১৩ সালে। বিয়ের ৯ বছর পর আমেরিকা থেকে এই দম্পতি দিলেন সুখবর—বাবা-মা হবেন তাঁরা। ২৫ জুন নওশীনের বেবি শাওয়ারও হয় যুক্তরাষ্ট্রে। সেখানে উপস্থিত ছিলেন শোবিজের প্রবাসী তারকারা।

বিজ্ঞাপন

ছিলেন রিচি সোলায়মান, মোনালিসা, তমালিকা কর্মকার, কাজী মারুফ, কল্যাণ কোরাইয়া, রোমানা প্রমুখ।

নওশীন বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। চিকিৎসকরা জুলাই মাসেই সম্ভাব্য তারিখ জানিয়েছেন। ’

নওশীন নিউ ইয়র্কের একটি মেডিক্যাল সেন্টারে চাকরি করেন, আর হিল্লোল ব্যস্ত ফুড ভ্লগিং নিয়ে।সাতদিনের সেরা