‘পাঠান’ ছবির পোস্টার
* করোনায় আক্রান্ত হয়েছেন সংগীত পরিচালক-গায়ক নকিব খান ও মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া। আপাতত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন দুজনই।
* ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির পর আবারও একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান ও মাহফুজ আহমেদকে। আলফা আইয়ের প্রযোজনায় একটি ওয়েব ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় এই দুই অভিনেতা।
বিজ্ঞাপন
* ১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত প্রথম ছবি ‘দিওয়ানা’। গতকাল ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘কিং খান’ প্রকাশ করলেন তাঁর নতুন ছবি ‘পাঠান’-এর পোস্টার। সামনের বছর ২৫ জানুয়ারি হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় একযোগে মুক্তি পাবে ছবিটি।
* শুক্রবার মুক্তি পেয়েছে রণবির কাপুরের নতুন ছবি ‘শমশেরা’র ট্রেলার। মুম্বাইয়ে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির ধাক্কায় রণবিরের গাড়ির কাচ ভেঙে গেছে। তবে রক্ষা পেয়েছেন রণবির। অনুষ্ঠানে নায়কের মুখে দুর্ঘটনার কথা শুনে পরিচালক করণ মালহোত্রা বলেন, ‘কাচ ভাঙা শুভ লক্ষণ। ’
* কোক স্টুডিও পাকিস্তানের জনপ্রিয় গান ‘পাসুরি’র সঙ্গে নেচে সেই ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেই ভিডিও এখন ভাইরাল।
* ২৪ জুন আমেরিকার সুপ্রিম কোর্ট এক রায়ে সে দেশে গর্ভপাত নিষিদ্ধ করেছে। এই রায়ে অনেকের মতো হতাশ হয়েছেন জনপ্রিয় গায়িকা বিলি আইলিশ। ‘হ্যাপিয়ার দ্যান এভার’ গায়িকা সেদিনই বলেন, ‘আজ সত্যিই আমেরিকান নারীদের জন্য কালো একটি দিন। ’