‘মান অভিমান’-এর শিল্পীরা
সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’-এর হাজারতম পর্ব। ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে প্রতিদিন প্রচারিত হচ্ছে এটি। জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রিজুডিস’-এর অনুপ্রেরণায় চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান, সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। পরিচালনায় আশিস রায়।
বিজ্ঞাপন