kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

ঈদে তিন মাধ্যমে

রোশানের তিন ছবি

রংবেরং প্রতিবেদক   

২৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোশানের তিন ছবি

জিয়াউল রোশানের বৃহস্পতি তুঙ্গে। একটি-দুটি নয়, এবারের ঈদে তিন মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত তিনটি ছবি। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অনন্য মামুনের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘সাইকো’। ছবিটিতে তিনি অভিনয় করেছেন পূজা চেরীর সঙ্গে।

বিজ্ঞাপন

অনলাইন প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাবে ওয়েব ছবি ‘শুক্লপক্ষ’। ভিকি জাহেদের পরিচালনায় ছবিটিতে রোশানের সঙ্গে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। একই পরিচালকের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কার্নিশ’ মুক্তি পাবে একটি ইউটিউব চ্যানেলে। ছবিটিতে রোশানের সঙ্গে অভিনয় করেছেন আরেক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রোশান বলেন, “ক্যারিয়ারের ছয় বছর পার হবে ১৩ সেপ্টেম্বর। এবারই প্রথম এক ঈদে আমার এতগুলো ছবি মুক্তি পাচ্ছে। যখন থেকে নির্মাতারা ছবিগুলো মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, তখন থেকেই আমার ঈদ শুরু হয়ে গেছে। অপেক্ষায় আছি দর্শকের প্রতিক্রিয়া জানার। ’ এদিকে রোশান ও পরীমনি অভিনীত ‘মুখোশ’ ছবিটিও ঈদে দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানান এই অভিনেতা।সাতদিনের সেরা