kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

ফারিয়ার ‘বিবাহ অভিযান’ স্থগিত

রংবেরং প্রতিবেদক   

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফারিয়ার ‘বিবাহ অভিযান’ স্থগিত

ভারতীয় বাংলা ছবি ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। ছবির দ্বিতীয় কিস্তি ‘বিবাহ অভিযান ২’তেও অভিনয় করবেন বাংলাদেশের এই অভিনেত্রী। আসছে কোরবানির ঈদে থাইল্যান্ডে ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। ভারতীয় গণমাধ্যম জানাল, ছবিটির শুটিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি জেনেছেন ফারিয়াও, ‘আমাকে জানানো হয়েছে। ’ তবে কেন? কী তার কারণ? এ বিষয়ে মুখ খুলতে চাননি ‘আমি চাই থাকতে’ গায়িকা।

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ প্রযোজিত ‘বিবাহ অভিযান ২’-এর পরিচালক সায়ন্তন ঘোষাল। ভারতীয় গণমাধ্যম বলছে, অনির্দিষ্ট সময়ের জন্য ছবিটি পিছিয়ে যাওয়ার নেপথ্যে আছে রাজনৈতিক খেলা। ছবির প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির কাহিনিকার ও অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর কারণেই নাকি সমস্যা। রুদ্রনীল জানিয়েছেন, একটি বিশেষ কারণে আপাতত শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে। কী সেই বিশেষ কারণ? তা জানাননি গণমাধ্যমে।সাতদিনের সেরা