kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

চলচ্চিত্রে ৫০ বছর

রংবেরং প্রতিবেদক   

২৪ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলচ্চিত্রে ৫০ বছর

অভিনেতা আলমগীর ১৯৭২ সালের ২৪ জুন আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’ ছবির জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। আজ তাঁর অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি। দিনটিতে অনেক কিছু করার পরিকল্পনা থাকলেও সব স্থগিত করেছেন দেশের বন্যা পরিস্থিতির কারণে। সব ঠিক থাকলে নভেম্বরে দিনব্যাপী তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান।

বিজ্ঞাপন

আলমগীর বলেন, ‘দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। আমি উত্তম কুমারকে দেখে অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। পরে অভিনেতা রাজ্জাক ভাইকেই আদর্শ ভেবেছি। আমি সিনেমার স্বর্ণালি যুগ যেমন দেখেছি, তেমন দুঃসময়ও দেখছি। এফডিসি এখন ভাঙা-গড়ার মধ্যে চলছে। এই অবস্থার পরিবর্তন কী করে হবে, সেটা নিয়েই সবার ভাবা উচিত। নইলে যত দিন যাবে তত আমরা পিছিয়ে পড়ব। আশা করছি সিনেমার সুদিন আবার দেখে যেতে পারব। ’ আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আলমগীরকে নিয়ে নাগরিক টিভিতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।

 

 সাতদিনের সেরা