kalerkantho

মঙ্গলবার । ৫ জুলাই ২০২২ । ২১ আষাঢ় ১৪২৯ । ৫ জিলহজ ১৪৪৩

সাবিলা আছেন

অপূর্বর বদলে তৌসিফ

রংবেরং প্রতিবেদক   

২৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅপূর্বর বদলে তৌসিফ

‘রঙিলা ফানুস ২’-তে সাবিলা নূর ও তৌসিফ মাহবুব

গত বছর কোরবানির ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছিল শিহাব শাহীনের নাটক ‘রঙিলা ফানুস’। জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর অভিনীত নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে পেয়েছে কোটি ভিউ। এক বছর পর এবারের কোরবানির ঈদে নাটকটির সিক্যুয়াল ‘রঙিলা ফানুস ২’ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক। আগের কিস্তির রচয়িতা জান্নাতুল ফেরদৌস লাবণ্য আছেন এবার।

বিজ্ঞাপন

প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পীর মধ্যে সাবিলা নূর থাকলেও নেই অপূর্ব। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তৌসিফ মাহবুব।

নাটকটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। চলছে সম্পাদনার কাজ। পরিচালক শিহাব শাহীন বলেন, ‘নাটকটির নাম এক হলেও গল্প খানিকটা আলাদা। মিলের জায়গাটা হলো, আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি। সমাজের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন আর সেটি বাস্তবায়নের প্রয়াস নিয়ে এবারের গল্প। ’ প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে ‘সিএমভি’র ইউটিউব চ্যানেলে।সাতদিনের সেরা