রে লিওটা
► গতকাল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে মাদক সেবন ও মাদক পাচারের অভিযোগ থেকে বেকসুর খালাস দিল ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো।
► অভিনেত্রী পল্লবী দে ও মডেল বিদিশার দে মজুমদারের পর গতকাল কলকাতার আরেক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মরদেহ তাঁর পাটুলির বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ। তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। দুই সপ্তাহের মধ্যে পর পর তিন অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য সৃষ্টি করেছে টালিগঞ্জে।
বিজ্ঞাপন
► ঘুমের মধ্যেই মারা গেলেন ‘গুডফেলাস’খ্যাত আমেরিকান অভিনেতা রে লিওটা। ডমিনিকান রিপাবলিকে ‘ডেঞ্জারাস ওয়াটারস’ ছবির শুটিং করছিলেন ৬৭ বছর বয়সী অভিনেতা। সেখানকার হোটেলে অবস্থানকালে বৃহস্পতিবার সকালে আর ঘুম থেকে জেগে উঠতে পারেননি।