১২ মে পুত্রসন্তানের মা হয়েছেন মারিয়া নূর। ১৫ দিন পর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি জানিয়েছেন এই সঞ্চালক-মডেল-অভিনেত্রী। পুত্রের নাম রেখেছেন সায়হান যারিব। ফেব্রুয়ারিতে মারিয়া জানালেন, মা হতে চলেছেন তিনি।
বিজ্ঞাপন
দেশে সহসা ফিরছেন না তিনি। মারিয়া আরো বলেন, ‘এখন আমার পুরো মনোযোগ যারিবের দিকে। এ বছর দেশে ফেরা হবে না, সামনের বছর ফিরব আশা করি। ’
২০১১ সালের ১৫ জুন সাইফুল আলম জুলফিকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মারিয়া। বিয়ের ১১ বছর পর তাঁদের সংসারে এলো প্রথম সন্তান। ক্রিকেট শো উপস্থাপনায় জনপ্রিয়তা পেয়েছিলেন মারিয়া। তবে গত বছর অভিনয়ে দারুণ সময় কাটিয়েছেন। ওয়েবে মোস্তফা সরয়ার ফারুকীর সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ ও মেহেদী হাসান জনির ছবি ‘হেরে যাবার গল্প’ মুক্তি পেয়েছিল। মাসুম শাহরিয়ারের একক নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’তেও তাঁর অভিনয় নজর কেড়েছিল।