kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

আরো খবর

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

‘শান’ ছবিতে সিয়াম ও পূজা

♦ ফ্রান্সের দুটি থিয়েটারে আগামীকাল মুক্তি পাবে এম রাহিমের ‘শান’। রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিটি বাংলাদেশেও ভালো ব্যবসা করেছে।

♦ রায়হান রাফির সঙ্গে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি করেছিলেন সিয়াম আহমেদ। গত বছর রাফি সিয়ামকে নিয়ে ‘রাস্তা’ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শুটিং করতে পারেননি।

বিজ্ঞাপন

অবশেষে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে ছবিটির শুটিং হবে, জানিয়েছেন রাফি। ছবিতে মাত্র এক হাজার টাকা পারিশ্রমিকে সিয়ামের সঙ্গে জুটি বাঁধবেন নবাগতা স্নিগ্ধা চৌধুরী।

♦ ৪ জুন রাত ৮টায় আরটিভি প্লাসে প্রকাশ পাবে ওয়েব ছবি ‘মানি মেশিন’। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ওয়েব ছবিটিতে অভিনয় করেছেন তাহসান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মনিরা মিঠু, মিলি বাশার প্রমুখ।

♦ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘আয় খুকু আয়’ ছবির ট্রেলার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। লিখেছেন, ‘অল দ্য বেস্ট বুম্বা’। এই ছবির ট্রেলার দেখে প্রসেনজিতের অভিনয়ের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রবাসী লেখিকা তসলিমা নাসরিনও।

♦ আমেরিকার টেক্সাসের স্কুলে ১৮ বছরের এক কিশোরের ছোড়া গুলিতে ১৯ শিশুসহ মারা গেছেন ২১ জন। এই ঘটনায় টুইটারে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন টেইলর সুইফট, ম্যাথু ম্যাককনাহে, সেলেনা গোমেজ, ক্রিস ইভানস, জন বাতিস্তে, প্রিয়াঙ্কা চোপড়া, অ্যামি শ্যুমারসহ শোবিজের অনেকেই। আমেরিকার অস্ত্র আইন আরো কঠোর করার দাবি জানান ম্যাথু ম্যাককনাহে, জন বাতিস্তেসহ কয়েকজন।সাতদিনের সেরা