গতকাল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নন্দিত টিভি উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের মৃত্যুর গুজব রটে। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন হানিফ সংকেত ও তাঁর পরিবারের সদস্যরা। একের পর এক ফোন পেয়েছেন শুভাকাঙ্ক্ষীদের। শেষ পর্যন্ত আইনি ব্যবস্থাও নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসও দিয়েছেন। হানিফ সংকেত লেখেন, ‘আমার ভাবতে কষ্ট হচ্ছে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। মৃত্যু নিয়ে কখনো এ ধরনের স্ট্যাটাস দিতে হবে ভাবিনি। এক শ্রেণির বিকৃত মানুষ তাদের ভিউ ব্যবসা ও ফলোয়ার বাড়ানোর প্রত্যাশায় মানুষের মৃত্যু নিয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসামাজিক কাজ করছে। ’ হানিফ সংকেত জানান, গতকাল দুপুরেই তিনি সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। খুব শিগগিরই অপরাধীরা আইনের আওতায় আসবে। তিনি অনুরোধ করেছেন, গুজবে কান না দিতে। সেই সঙ্গে দোয়াও চেয়েছেন সবার কাছে।