শবনম বুবলী
চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। এই মুহূর্তে শুটিং করছেন ‘প্রেম পুরাণ’ ছবির। হাতে আছে ‘লোকাল’, ‘কয়লা’, ‘মায়া—দ্য লাভ’, ‘বিট্রে’, ‘রিভেঞ্জ’সহ আরো কয়েকটি ছবি। বিজ্ঞাপনের মডেলও হচ্ছেন একের পর এক।
বিজ্ঞাপন
বুবলী জানান, এর আগেও তিনি একাধিক মঞ্চে উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন। তবে সেগুলো পছন্দ হয়নি তাঁর। এই অনুষ্ঠানটি অন্য ধরনের। তাই রাজি হয়েছেন সানন্দে। তিনি বলেন, ‘আমাদের নানা সংবাদ কাভার করেন সাংবাদিকরা। আর এই অনুষ্ঠানে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। তার ওপর দেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা আয়োজন করেছে এই মিডিয়া অ্যাওয়ার্ডের। জমকালো কিছু হতে চলেছে। ’
উল্লেখ্য, জুরি বোর্ডের বিচারে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১১ জন অনুসন্ধানী সাংবাদিককে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এ ছাড়া তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার জন্য দেশের ৬৪টি জেলার ৬৪ জন গুণী সাংবাদিককে সম্মাননা দেওয়া হবে।