kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

বসুন্ধরা ডিজিটালে মিডল ক্লাস লাভ স্টোরি

রংবেরং প্রতিবেদক   

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবসুন্ধরা ডিজিটালে মিডল ক্লাস লাভ স্টোরি

বসুন্ধরা গ্রুপের সেক্টর এ কর্তৃক পরিচালিত একটি ভিন্নধর্মী বিনোদনমূলক ইউটিউব চ্যানেল ‘বসুন্ধরা ডিজিটাল’। চ্যানেলটির যাত্রা বেশিদিনের নয়। রোজার ঈদের চাঁদরাতে ব্যান্ড তারকা জেমসের মৌলিক গান ‘আই লাভ ইউ’ প্রকাশিত হয়। এক যুগ পর এই গানের মাধ্যমে অডিও গানে ফেরেন জেমস।

বিজ্ঞাপন

এরই মধ্যে গানটি দেখা হয়েছে ৩৩ লাখেরও বেশিবার।

আজ বসুন্ধরা ডিজিটালে মুক্তি পাবে নতুন নাটক ‘মিডল ক্লাস লাভ স্টোরি’। নাজমুল হাসানের পরিচালনায় নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সাফা কবির। সমাজের মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা ও ভালোবাসার গল্প নিয়ে নাটকটি।

প্রায় ৯৫ হাজার গ্রাহক চ্যানেলটির। বসুন্ধরা ডিজিটাল চ্যানেলটিতে আরো রয়েছে খায়রুল বাসার ও হিমি অভিনীত নাটক ‘এই তুমি নেই’, শাওন ও হিমি অভিনীত নাটক ‘কাজিনটা ফাজিল’, চঞ্চল চৌধুরী অভিনীত নাটক ‘রিমুর চিঠি’, সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া অভিনীত ‘ইমোশনাল ওয়াইফ’। আছে আদিবাসী মিজান নির্মিত পাঁচ পর্বের ধারাবাহিক নাটক ‘দাঁতাল’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, নাঈম, মনিরা মিঠু প্রমুখ।সাতদিনের সেরা