কাওসার আহমেদ চৌধুরীর কথায় লাকী আখন্দের সুর ও সংগীতে সামিনা চৌধুরীর গাওয়া ‘কবিতা পড়ার প্রহর’ গানটি এখনো জনপ্রিয়। চিরসবুজ গানটি আবার নতুন করে গাইলেন সামিনা। তবে এবার তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এই প্রজন্মের আরো ছয় শিল্পী—নিশিতা বড়ুয়া, রন্টি, সুকন্যা ঘোষ, স্মরণ, অবন্তী সিঁথি ও তৃষা। একটি অনুষ্ঠানে লাকী আখন্দেক উৎসর্গ করে গানটি তৈরি করেছেন মীর মাসুম।
বিজ্ঞাপন