* ২২ মে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী এমিয়া এমি। স্বামী ফায়েহাজ শাহরুখ পেশায় ইঞ্জিনিয়ার। এমি জানান, মাত্র চার দিন আগে শাহরুখের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর।
* জাহেদ পারভেজ পাবেল নারী ও পুরুষ কণ্ঠে ‘বুক চিনচিন করছে হায়’ গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন।
বিজ্ঞাপন
* ২৭ মে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পাবে টম ক্রুজ অভিনীত ‘টপগান—ম্যাভেরিক’। এর মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
* বড় বোন নারগিস পলিনের সঙ্গে ‘রঙ’ নামের একটি গান নিয়ে হাজির হয়েছিলেন নিপুণ আক্তার। বোনের গানে মডেল হয়েছিলেন নিপুণ। ফের নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন দুই বোন। শিগগিরই জানাবেন গীতিকার, সুরকারের নাম। এবারের গানচিত্রও ব্যয়বহুল হবে, বললেন নিপুণ।