kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

৭৫তম কান চলচ্চিত্র উৎসব [১৭-২৮ মে]

২৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৭৫তম কান চলচ্চিত্র উৎসব  [১৭-২৮ মে]

কানে হাজিরা দিলেন শ্যারন

কানে এসেই সমুদ্রসৈকতে চেয়ার নিয়ে বসে পড়লেন ৬৪ বছর বয়সী আমেরিকান অভিনেত্রী। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে শ্যারন স্টোন লিখেছেন, ‘শ্যারন স্টোন রিপোর্টিং ফ্রম কান’। রবিবার বিকেলেই হাজির হলেন লাল গালিচায়। এ সময় চলছিল ফরাসি ছবি ‘ফরএভার ইয়াং’ [লেস আমান্ডিয়েরস]-এর প্রদর্শনী।

বিজ্ঞাপন

লাল গালিচা পেরিয়ে সোজা ঢুকে গেলেন হলে, ছবিটি দেখতে।

ধোঁয়া উড়িয়ে প্রতিবাদ

রবিবার বিকেলে উৎসবের ‘স্পেশাল স্ক্রিনিং’-এ দেখানো হয় ফরাসি দম্পতি মারি পেরেনেস ও সাইমন দোপারদো পরিচালিত ‘ফেমিনিস্ট রিপোস্ট’। ফ্রান্সের নারীবাদী আন্দোলনকারীদের গল্প প্রামাণ্যচিত্রটি। তিন বছর ধরে ফ্রান্সের বিভিন্ন এলাকার দেয়ালে ও ছোট শহরগুলোর দোকানের সামনে সাদা কাগজে কালো অক্ষরে নারী সহিংসতার বিরুদ্ধে নানা বার্তা চোখে পড়ে পথচারীদের। যেসব তরুণী এসব স্লোগান লিখেছেন তাঁদের সঙ্গে দেখা করতে এবং তাঁদের সংগ্রামের কথা শুনতে বেরিয়ে পড়েন পরিচালক দম্পতি। তাঁদের নিয়েই এক ঘণ্টা ২৭ মিনিটের ‘ফেমিনিস্ট রিপোস্ট’। এই ছবির প্রদর্শনীর আগে ১০ নারী একটি লম্বা ব্যানার নিয়ে হাজির হন কানের লাল গালিচায়। এক হাতে ব্যানার, অন্য হাতে ধরা স্মোক গ্রেনেড থেকে কালো ধোঁয়া ওড়ালেন তাঁরা। ব্যানারে লেখা ১২৯ নারীর নাম, যাঁরা পারিবারিক নির্যাতনের বলি হয়ে মারা গেছেন। ধোঁয়া উড়িয়ে তার প্রতিবাদ জানিয়েছেন এই নারীরা।সাতদিনের সেরা