kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

পরিচালনায় ভাইজান!

রংবেরং ডেস্ক   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিচালনায় ভাইজান!

সালমান খান

পরিচালনা পছন্দ না হলে পরিচালকের সঙ্গে অতীতে নানা ঝামেলা পাকিয়েছেন সালমান খান। এবার পরিচালককে সরিয়ে নিজেই পরিচালকের চেয়ারে বসে পড়লেন বলিউডের ‘ভাইজান’। ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবির ১০ শতাংশ শুটিং সম্পন্ন করার পরই নিজের চেয়ার হারিয়েছেন পরিচালক ফরহাদ সামজি। কারণ ছবিটির শুট করা অংশ সম্পাদনা টেবিলে দেখে একেবারেই মনে ধরেনি সালমানের, বাকি অংশের শুটিংয়ে নিজেই নির্দেশনা দেবেন, এমনটাই খবর।

বিজ্ঞাপন

যেহেতু ছবির মূল চরিত্র সালমানের, ক্যামেরার সামনেই তাঁকে থাকতে হবে বেশি সময়। তাই নিজের সঙ্গে রেখেছেন একদল সহপরিচালকও। যদিও কাগজে-কলমে পরিচালক হিসেবে নাম থাকছে ফরহাদেরই।সাতদিনের সেরা