উইল স্মিথ
► গুণী শিল্পীদের গান নতুন করে কাভার করার সিদ্ধান্ত নিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর মধ্যে সৈয়দ আব্দুল হাদী তাঁর গাওয়া গান আসিফকে কাভার করার অনুমতি দিয়েছেন বলে দাবি করেছেন আসিফ। শেখ ইশতিয়াকের পরিবারের সঙ্গেও তাঁর কথা হয়েছে। খুব শিগগিরই আরো গুণী শিল্পীদের কাছে যাবেন তিনি।
বিজ্ঞাপন
► ‘ভাদাইমা’খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন। গতকাল দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
► কান চলচ্চিত্র উৎসব থেকে ভারতে ফেরার পর গুঞ্জন উঠেছে, ফের মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
► তেলুগু সিনেমার দাপটে বক্স অফিসে বেশ কয়েক দিন ধরেই মার খাচ্ছিল বলিউডের ছবিগুলো। অক্ষয় কুমার, অজয় দেবগণ, টাইগার শ্রফ, জন আব্রাহাম, শহিদ কাপুরের মতো তারকাদের ছবি একে একে মুখ থুবড়ে পড়েছিল। এবার ভরসা হয়ে এলো কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি জুটির ‘ভুলভুলাইয়া ২’। ২০ মে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দুই দিনেই ৩২ কোটি রুপি আয় করেছে।
► অস্কার মঞ্চে চড়কাণ্ডের পর খবর বেরিয়েছিল, ‘ব্যাড বয় ৪’ থেকে বাদ পড়তে যাচ্ছেন উইল স্মিথ। এমনকি ছবির কাজও স্থগিত হয়ে পড়েছিল। সনি পিকচার্সের চেয়ারম্যান টম রথম্যান জানালেন, ঘটনা সত্য নয়। ‘স্মিথ একটা বাজে সময় কাটাচ্ছেন, এটা সত্য। তবে ছবি থেকে তিনি বাদ পড়েননি, এমনকি শুটিংও বন্ধ হয়নি’, বললেন রথম্যান।
► টম ক্রুজ অভিনীত ‘মিশন ইম্পসিবল ৭’-এর ট্রেলার শনিবার অন্তর্জালে লিকড হয়ে পড়েছে। এ নিয়ে অবশ্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।