জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খানের নতুন গান ‘যত ভুল’ প্রকাশ পেয়েছে শনিবার। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় নাটক ‘লাভ ভার্সেস ক্রাশ ২’তে গানটি ব্যবহৃত হয়েছে। গানচিত্রে দেখা গেছে নাটকটির অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভানকে। পিরান খানের কথা, সুর ও সংগীতে তাহসানের এ গানটি ইউটিউবে প্রকাশের প্রথম দিনেই এক লাখের বেশিবার দেখা হয়েছে।
বিজ্ঞাপন
পিরান বলেন, ‘২০২০ সালে গানটি লিখেছিলাম। তখনই ভেবেছিলাম, তাহসান ভাই যদি গানটা গাইতেন খুব ভালো হতো। পরে সুর ও সংগীত করলাম। তাহসান ভাইকে শোনালামও। তিনি পছন্দ করলেন। আজ দুই বছর পর আমার স্বপ্ন সত্যি হলো। এ ধরনের গান এক দিনেই ভাইরাল হয় না। ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নেবে গানটি। ’ ‘যত ভুল’ প্রকাশিত হয়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।