ডিভোর্সের ১০ বছর পর শুক্রবার লন্ডনে ফের বিয়ের পিঁড়িতে বসলেন ‘বেবি ডল’খ্যাত পাঞ্জাবি গায়িকা কণিকা কাপুর। বর গৌতম পেশায় ব্যবসায়ী। এর আগে ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। সেই সংসার আলো করে আসে তিন সন্তান।
বিজ্ঞাপন
১৪ বছর পর ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে তিন সন্তানকে একাই বড় করেছেন কণিকা। একসঙ্গে ক্যারিয়ার ও সন্তান দুটোই সামলেছেন। এবার তিন সন্তানের ইচ্ছায় নিজের জন্য বেছে নিলেন নতুন সঙ্গী।