নিপুণ আক্তার
নতুন ছবি হাতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ আক্তার। ১৪ মে থেকে রাজধানীর আফতাবনগরে ‘ভাগ্য’ নামের ছবিটির শুটিং শুরু হয়েছে। ৩০ মে পর্যন্ত টানা শুটিং চলবে মাহবুবুর রহমান পরিচালিত ছবিটির। নিপুণ অভিনয় করেছেন এক অনাথ মেয়ের চরিত্রে।
বিজ্ঞাপন
ছবিতে নিপুণের নায়ক মুন্না। এর আগে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ করেছিলেন তিনি।
মুন্না বলেন, ‘নিপুণ দারুণ অভিনেত্রী। চেষ্টা করেছি তার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করার। ছবির গল্পটিও দারুণ। দর্শকদের ভালো লাগবে বলে অন্তত আমার মনে হয়েছে। প্রযোজক জানিয়েছেন সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দেবেন। ’
‘ভাগ্য’ প্রযোজনা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’।
ক্যারিয়ারের এই সময়ে বেছে বেছে কাজ করতে পছন্দ করেন নিপুণ। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘ধূসর কুয়াশা’। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছিলেন উত্তম আকাশ। এরপর নিপুণ মাত্র এক টাকা সম্মানীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘মনোলোক’ ছবিতে। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট প্রডাকশনের কাজ। খুব শিগগিরই এ ছবিটি মুক্তি পাবে।