আদর ও বুবলী
- শবনম বুবলী ও আদর আজাদ জুটির প্রথম ছবি সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ মুক্তি পাবে ১৭ জুন।
- কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাকিব সরকারের বিচ্ছেদের গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তরঙ্গ যুগল ছবি পোস্ট করে মাহি জানান দিলেন, তাঁরা ভালোই আছেন।
- গতকাল মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ধকড়’।
বিজ্ঞাপন
- ১৩ মে মুম্বাইয়ের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সোহেল খান ও সীমা খান। বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন না হলেও এরই মধ্যে নিজের নাম থেকে ‘খান’ পদবি ছেঁটে ফেলেছেন সীমা। ইনস্টাগ্রামে তিনি এখন সীমা কিরণ সচদেব।
- নতুন ছবি ‘সরকারু ভারি পাটা’তে মহেশ বাবু ও কীর্তি সুরেশের একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক উঠেছে।