kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

লালগালিচায় ‘হুররম সুলতান’

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলালগালিচায় ‘হুররম সুলতান’

মেরিয়াম উজারলি

নাম তাঁর মেরিয়াম উজারলি, বাংলাদেশের দর্শকরা তাঁকে চেনে ‘হুররম সুলতান’ হিসেবে। তুর্কি সিরিজ ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’র বাংলা ভার্সন ‘সুলতান সুলেমান’-এর কল্যাণে বাংলাদেশের মানুষের কাছে তুমুল জনপ্রিয় জার্মান বংশোদ্ভূত এই তুর্কি অভিনেত্রী। এবারের কানের লালগালিচায় প্রজাপতির মতো ডানা মেলে হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিলেন ‘হুররম’।

কানে তুরস্কের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন ৩৮ বছর বয়সী উজারলি।

বিজ্ঞাপন

এর আগেও কয়েকবার কানের লালগালিচায় দেখা গেছে তাঁকে।

 

 সাতদিনের সেরা