কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করবে শিরোনামহীন। ২৯ মে কলকাতা সময় রাত সাড়ে ৮টায় কনসার্টটি শুরু হবে। সেদিনই সকাল ১০টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন ব্যান্ডের সদস্যরা। ব্যান্ড ম্যানেজার ইনফিতার দানিয়াল বলেন, ‘এর মধ্যে আয়োজকরা আমাদের সঙ্গে সব বিষয় চূড়ান্ত করেছে।
বিজ্ঞাপন
যত দূর জানি তারা পোস্টার ও ব্যানার তৈরি করে প্রচারণাও শুরু করেছে। বিশ্ববিদ্যালয়টিতে ২১ থেকে ২৯ মে পর্যন্ত প্রতিদিনই চলবে কনসার্ট। শেষ দিনের চমক হিসেবে থাকছি আমরা। ’ উল্লেখ্য, গতকাল শিরোনামহীন ব্যান্ডের নতুন গান ‘পারফিউম’ প্রকাশিত হয়েছে। তাদের দাবি, এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও চিত্র। গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান। ভিডিওর গল্প এবং পরিচালনাও করেছেন তিনি।