kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

৭৫তম কান চলচ্চিত্র উৎসব [১৭—২৮ মে]

সব আলো কেড়ে নিলেন টম ক্রুজ

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসব আলো কেড়ে নিলেন টম ক্রুজ

স্বর্ণপাম হাতে টম ক্রুজ

কান উৎসবের দ্বিতীয় দিনের পুরোটাই ছিল টম ক্রুজময়। দুনিয়ার সব বড় বড় তারকার ভিড়ে কানের সব আলো কেড়ে নিলেন হলিউডের এই জনপ্রিয় অভিনেতা। ৩০ বছর পর এলেন কানে। এর আগে ১৯৯২ সালে কানের সমাপনী দিনে প্রদর্শিত হয়েছিল টম অভিনীত ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’।

বিজ্ঞাপন

ঠিক ৩০ বছর পর ১৮ মে কানে উদ্বোধনী প্রদর্শিত হলো অভিনেতার মুক্তি প্রতীক্ষিত ‘টপ গান : মাভেরিক’-এর। ২৭ মে সারা বিশ্বে একযোগে মুক্তি পাবে ছবিটি।

প্রদর্শনীর আগে অভিনেতাকে দেওয়া হলো সম্মানসূচক স্বর্ণপাম। পুরস্কার পেয়ে আপ্লুত অভিনেতা বলেন, ‘আজকের সন্ধ্যাটা আমি বাকি জীবনে কখনো ভুলব না। সারা দুনিয়ার সিনেমাপ্রেমীদের সামনে পুরস্কার নেওয়ার অভিজ্ঞতা শুধু স্বপ্নেই সম্ভব। ’

কান সমুদ্রসৈকতের পারে ‘টপ গান :  মাভেরিক’-এর ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়। ‘টপ গান : মাভেরিক’ সিনেমায় বৈমানিক লেফটেন্যান্ট পিট মাভেরিক চরিত্রে তিন যুগ পর ফিরছেন টম ক্রুজ। ছবিটি কানে প্রদর্শনী চলাকালে উৎসব ভবনের ওপর দিয়ে উড়ে যায় কয়েকটি যুদ্ধবিমান। যাওয়ার সময় নানা রং ছড়িয়ে দেয় বিমানগুলো। কানে টম ক্রুজের ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার উদযাপন করার এই মুহূর্ত উপভোগ করেছে দুনিয়ার অনেক সিনেমা অনুরাগী।

২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে ‘টপ গান : মাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। অবশেষে ২৭ মে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এর দুদিন আগে ফ্রান্সে মুক্তি পাবে এটি। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ সিনেমার সিক্যুয়াল এটি।

 সাতদিনের সেরা