দিলশাদ নাহার কনা
* ‘ভুলো না আমায়’ নাটকের টাইটেল গানে কণ্ঠ দিয়েছিলেন দিলশাদ নাহার কনা। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে ১১ মে। ভিডিওতে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের সঙ্গে হাজির হয়েছেন কনাও। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
বিজ্ঞাপন
* দুই বাংলার জনপ্রিয় গায়িকা শুভমিতা ব্যানার্জি। সম্প্রতি বাংলাদেশের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৭ মে গানটি প্রকাশ পেয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। মহসীন মনিরের কথায় ‘কাছে আসলে’ শিরোনামের গানটির সুর করেছেন কাজী হাবলু।
* ২৮ জুলাই ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ অংশ নিতে ঢাকা আসবেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি পারফরমও করবেন তিনি।
* পশ্চিমবঙ্গের অভিনেত্রী পল্লবী দের রহস্যজনক মৃত্যু মামলায় প্রেমিক সাগ্নিককে ৯ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আলিপুর আদালত।