‘হ্যাপি বার্থ ডে’তে সাফা কবির
হ্যাপি বার্থ ডে
রাত ৮টায় চরকি অ্যাপে মুক্তি পাবে ফিকশন ‘হ্যাপি বার্থ ডে’। ‘হ্যাপি বার্থ ডে’ দিয়ে চরকিতে নতুন একটা ক্যাটাগরি চালু হলো—চরকি ফ্লিক। এখানে বিজ্ঞাপন ছাড়াই একটানে দেখা যাবে কনটেন্ট। নিশান মাহমুদের এই গল্পে টিকটকারের চরিত্রে সাফা কবির।
বিজ্ঞাপন