ভালোবেসে বউ আনব : অভিনয়ে শাবনূর, রিয়াজ, সাহারা। পরিচালনা শাহাদাৎ হোসেন লিটন। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : জাহিদ বিদেশফেরত।
বিজ্ঞাপন
হেনার সঙ্গে তার বিয়ে ঠিক করে রেখেছে নানা। কিন্তু জাহিদ কিছুতেই এ বিয়ে করবে না। নানাকে কথা দেয়, ভালোবেসে তবেই বউ আনবে। জাহিদ চলে যায় কক্সবাজার। সেখানে তার সঙ্গে পরিচয় রায়নার। রায়না জাহিদকে ভালোবেসে ফেলে। এদিকে বাড়ি থেকে পালিয়ে হেনাও চলে যায় কক্সবাজারে। দেখা হয় জাহিদের সঙ্গে। ভালোবেসে কাকে বিয়ে করবে জাহিদ?