‘নেপালী মেয়ে’, ‘হিম্মতওয়ালী’, ‘দেশ বিদেশ’, ‘বাপের বেটা’, ‘রঙিন প্রাণ সজনী’, ‘শ্বশুরবাড়ি’, ‘লালু সরদার’সহ বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছিলেন অভিনেত্রী অঞ্জনা। এবার পরিচালনায় নাম লেখাবেন অভিনেত্রী। এরই মধ্যে গল্প তৈরির কাজ শুরু করেছেন। সম্পন্ন হলে জমা দেবেন সরকারি অনুদানের জন্যও।
বিজ্ঞাপন
অঞ্জনা বলেন, ‘আগেও আমার ছবি প্রযোজনা করার অভিজ্ঞতা আছে। বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছি, আবার লগ্নীকৃত টাকাও ফেরত পেয়েছি। তাই ভয়ের কোনো কারণ নেই। বর্তমান সরকার অনুদানের অর্থও বাড়িয়ে দিয়েছে। অনুদানের অর্থ পেলে ভালো ছবি নির্মাণের বিষয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস, সরকার ও জুরি বোর্ড আমাকে নিরাশ করবে না। ’