আট ব্যান্ডের সদস্যদের একাংশ
২০ মে এক মঞ্চে গান পরিবেশন করবে দেশের আটটি জনপ্রিয় রক ব্যান্ড। আইসিসিবির ৪ নম্বর হলে অনুষ্ঠিতব্য এই কনসার্টে অংশ নেবে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, নেমেসিস, অ্যাভয়েড রাফা, দৃক ও মেকানিক্স। ২০ মে বিকেল ৩টা থেকে কনসার্টটি চলবে রাত ১১টা পর্যন্ত। আয়োজকরা জানায়, ঢাকার দ্য হাইভ, ম্যাডশেফ ও ইশোর সব আউটলেট থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে।
বিজ্ঞাপন