গতকাল উৎসব প্রাঙ্গণে এক ফটোকলে অংশ নিয়েছেন বিচারকরা। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস—এক ফ্রেমে দুই বিচারক। ছবি : এএফপি
‘স্বর্ণপাম’ বিজয়ী হবেন যে ৯ জন বিচারকের রায়ে, তাঁদের একজন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। উৎসব শুরুর আগের রাতে রীতি মেনে এবারও নৈশভোজে অংশ নিয়েছেন বিচারকরা। ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন, ব্রিটিশ অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, ইরানি পরিচালক আসগর ফরহাদি, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালিয়ান অভিনেত্রী-পরিচালক জেসমিন ত্রিনকা, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ের পরিচালক হোয়াচিম ট্রায়ার ও ফরাসি পরিচালক লাজ লি-দের ভিড়ে আলাদা করে নজর কেড়েছেন দীপিকা। নৈশভোজ শেষে হোটেল মার্টিনেজের বারান্দায় দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হাত নাড়েন বিচারকরা।
বিজ্ঞাপন