অলিভিয়া রদ্রিগো—জিতেছেন সাতটি পুরস্কার
আমেরিকার লাস ভেগাসের এমজিএম গার্ডেনে রবিবার রাতে বসে বিশ্ব সংগীতের অন্যতম নামি পুরস্কার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর। বাংলাদেশে তখন সোমবার সকাল। এবার সেরা শিল্পী [টপ আর্টিস্ট] হয়েছেন ড্রেক। সর্বোচ্চ ১৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন গায়ক দ্য উইকেন্ড।
বিজ্ঞাপন
সাফল্য বিচারে সবচেয়ে এগিয়ে গায়িকা অলিভিয়া রদ্রিগো। ১৩টি মনোনয়নের বিপরীতে পুরস্কার পেয়েছেন সাতটি বিভাগেই। ১৯৯৮ সালে আর অ্যান্ড বি তারকা আশান্তি পেয়েছিলেন আটটি পুরস্কার। বিলবোর্ডের ইতিহাসে দ্বিতীয় গায়িকা হিসেবে ১৯ বছর বয়সী অলিভিয়া পেয়েছেন এতগুলো পুরস্কার। সবচেয়ে বেশি বিক্রীত অ্যালবামের পুরস্কারসহ তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস। নারী র্যাপার দোজা ক্যাট মনোনয়ন পেয়েছেন ১৪টি, পেয়েছেন চারটি পুরস্কার।
দোজা ক্যাট
একনজরে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২২
টপ আর্টিস্ট : ড্রেক
টপ নিউ আর্টিস্ট : অলিভিয়া রদ্রিগো
টম মেল আর্টিস্ট : ড্রেক
টপ ফিমেল আর্টিস্ট : অলিভিয়া রদ্রিগো
টপ গ্রুপ : বিটিএস
টপ বিলবোর্ড ২০০ আর্টিস্ট : টেইলর সুইফট
টপ হট ১০০ আর্টিস্ট : অলিভিয়া রদ্রিগো
টপ স্ট্রিমিং সংগস আর্টিস্ট : অলিভিয়া রদ্রিগো
টপ সংস সেলস আর্টিস্ট : বিটিএস
টপ রেডিও সং আর্টিস্ট : অলিভিয়া রদ্রিগো
টপ বিলবোর্ড গ্লোবাল ২০০ আর্টিস্ট : অলিভিয়া রদ্রিগো
টপ বিলবোর্ড গ্লোবাল আর্টিস্ট : এড শিরান
টপ ট্যুর : দ্য রোলিং স্টোনস
টপ আর অ্যান্ড বি আর্টিস্ট : দোজা ক্যাট
টপ আর অ্যান্ড বি মেল আর্টিস্ট : দ্য উইকেন্ড
টপ আর অ্যান্ড বি ফিমেল আর্টিস্ট : দোজা ক্যাট
টপ আর অ্যান্ড বি ট্যুর : ব্রুনো মারস
টপ র্যাপ আর্টিস্ট : ড্রেক
টপ র্যাপ ফিমেল আর্টিস্ট : মেগান দি স্ট্যালিয়ন
টপ কান্ট্রি আর্টিস্ট : টেইলর সুইফট
টপ কান্ট্রি মেল আর্টিস্ট : মরগ্যান ওয়ালেন
টপ কান্ট্রি ফিমেল আর্টিস্ট : টেইলর সুইফট